দাকোপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার জনসাধারনের সকল প্রকার অনলাইন ও অফলাইন সেবা প্রদান করছে। উদ্যোক্তা হিসাবে বিশ্বজিৎ রপ্তান কাজ করে আসছে ইউডিসি-এর প্রতিষ্ঠালগ্ন থেকে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে জনগন তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের সেবা গ্রহন করতে পারে। এখানে জনগন নিন্মোক্ত সেবাসমূহ পেয়ে থাকে:-
ইউনিয় তথ্য ও সেবাকেন্দ্র
০২ নং দাকোপ ইউনিয়ন পরিষদ
দাকোপ,খুলনা।
ইউনিয় তথ্য ও সেবাকেন্দ্র কর্তৃক প্রদত্ত সেবা সমূহের বিবরণ:
জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।