Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

 

 

 

পটভূমি:

         

        খুলনা জেলার প্রত্যন্ত এক জনপদ দাকোপ ইউনিয়ন। সম্পূর্ণ পলি গঠিত সমভূমিতে গড়ে ওঠা এ জনপদের লোকজন মাটি ও নদীর উপর জীবিকানির্ভর। ছয়টি ঋতুর বৈচিত্রে প্রকৃতির সাথে একাত্ব হয়ে মিশে আছে এখানকার মানুষের জীবনাচরণ। মৌসুমি বৃষ্টি, কালবৈশাখী ঝড়, জল্চ্ছ্বোস,প্রলয়ংকরীসামুদ্রিক ঘূর্ণীঝড়,নিম্নচাপ,লঘুচাপ,ভুমিকম্প,টর্ণেডো সহ মানবসৃষ্ট বিভিন্ন দুযোগের সাথে পাঞ্জা লড়ে জিবীকা নিবাহ করে এখানকার মানুষ।

 

           দাকোপ ইউনিয়ন খুলনা জেলার দাকোপ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এটি জেলাসদর খুলনা খেকে ৩৪ কি:মি: দক্ষিনে এবং দাকোপ উপজেলা সদর থেকে ৬ কি:মি: দক্ষিন-পূর্বে অবস্থিত। ইউনিয়নটির উত্তর-পূর্বে বাজুয়া ইউনিয়ন,দক্ষিন ও দক্ষিন-পূর্বে কৈলাশগঞ্জ ইউনিয়ন,এবং পশ্চিমে ভদ্রা নদী ও কামারখোলা ইউনিয়ন দ্বারা বেষ্টিত।

 

       

ভাষা:

        অত্র ইউনিয়নটিতে একটি মাত্র ভাষাভাষীর জনগনের বাস ।বাংলা 

        ভাষা এলাকার জনগনের একমাত্র ভাষা।

জনসংখ্যা:

             ইউনিয়নটির মোট জনসংখ্যার ৯৯ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।  

             বাকী ১ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী।

সংষ্কৃতি:

          জাতীয় ও আন্তর্জাতিক ভাবধারার সাথে সামঞ্জস্য রেখে এখানকার মানুষেরা দূর্গাপূজা,কালীপূজা,চড়কমেলা,বৈশাখী মেলা,দোল উৎসব,শ্রী শ্রী কৃষ্ণের রাসমেলা,নৌকাবাইচ,ঘোড়দৌড়,হা-ডু-ডু খেলা,ফুটবল খেলা,ক্রিকেট খেলা,পৌষপার্বন,নবান্ন উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী,মনষা পূজা,বিশ্বকর্মা পূজা ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ও লোকজ উৎসব মহাসমারোহের সঙ্গে উদযাপন করে। জাতীয় অনুষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,শহীদ দিবস,জাতীয় শোক দিবস,স্বাধীনতা দিবস,বিজয় দিবস প্রভৃতি যথাযথভাবে পালিত হয়ে থাকে।